Table of Contents
ই-প্রাইমারি স্কুল কি ও কেন ?
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিদ্যালয়ে বিভিন্ন তথ্য সংরক্ষণ, বিশ্লেষন ও যথার্থ ব্যবহার ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিতকল্পে ই-প্রাইমারি স্কুল সিস্টেম এর উদ্ভাবন। এটি মূলত একটি ওয়েব নির্ভর ডাটাবেস, যেখানে আইডি /পাসওয়ার্ডপ্রাপ্ত বিদ্যালয় তাদের তথ্য সমূহ সংরক্ষণ ও তার ব্যবহার করতে পারবে। ওয়েবভিত্তিক হওয়ায় কোনো তথ্য এন্ট্রি হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাগণ এইসকল তথ্য দেখতে ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে তাৎক্ষণিকভাবে ব্যবহার করতে পারবেন।
ই-প্রাইমারি স্কুল সিস্টেম কেন প্রয়োজন?
যুগের চাহিদা বৃদ্ধির সাথে সাথে মানুষের চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে নতুন প্রজন্মের জ্ঞানার্জনের আগ্রহ। তাই ভিড় বাড়ছে স্কুল মাদ্রাসাগুলোতে। ছাত্রদের শৃঙ্খলায় অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সহ গার্ডিয়ানদেরও । সুতরাং এ সমস্যা সমাধানে প্রয়োজন এমন একটি মাধ্যম/সিস্টেম বা সফ্টওয়ার যা শিক্ষার্থীদের যাবতীয় আইডেন্টিটি, প্রেসেন্টেইশন, রেজাল্ট সহ যাবতীয় তথ্য বহন করবে এবং তা খুব সহজে উপস্থাপন করবে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সহ গার্ডিয়ানদের কাছেও। তাছাড়া প্রতিষ্ঠানের মেনেজমেন্ট ডিপার্টমেন্টকে করে তুলবে অনেকাংশে সহজতর, সাথে সাথে তা কমিয়ে দিবে তার অনেক খরচ।
ই-প্রাইমারি স্কুল সিস্টেম কাদের জন্য উপকারী ?
প্রথমত: ই-প্রাইমারি স্কুল সিস্টেম ওই সমস্ত প্রতিষ্ঠানের জন্য বেশি উপকারী যারা নিজ প্রতিষ্ঠানের পড়াশুনার মানোন্নতির সাথে সাথে টেকনোলজির উচ্চ শিখরে পৌঁছতে সচেষ্টবান। যেন প্রত্যেক শিক্ষার্থী জ্ঞানার্জনে পারদর্শী হওয়ার সাথে সাথে টেক দুনিয়ায় নিজেকে এক অনন্য ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। কারণ ই-প্রাইমারি স্কুল টেকনোলজি সর্বদা তার উপর দৃষ্টি রাখবে, এবং তার প্রত্যেক মুহূর্তের কৃত কর্মের ইনফরমেশন পাঠাতে থাকবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও তার গার্ডিয়ানের প্রতি।
দ্বিতীয়তঃ ই-প্রাইমারি স্কুল সিস্টেম তাদের জন্যও উপকারী যারা নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি সদা দৃষ্টি রাখতে চায়। যেন শিক্ষার্থীরা অমনোযোগী, আড্ডাবাজি জাতীয় সময়নষ্টকারী বদভ্ভাস থেকে সম্পূর্ণ বিরত থাকতে পারে।
তৃতীয়তঃ তাদের জন্যও ই-প্রাইমারি স্কুল সিস্টেমের কোন জুড়ি নেই যারা শিক্ষার্থীদের খোঁজখবর নেয়ার পাশাপাশি শিক্ষকবৃন্দের প্রতি বিচক্ষণ থাকতে আগ্রহী। এবং তাদের সেলারি ও স্টাফদের বেতন সহ প্রাতিষ্ঠানিক যাবতীয় খরচের হিসাব সহজ করে তুলবে এ সফ্টওয়ারটি।
ই-প্রাইমারি স্কুল সিস্টেম/সফ্টওয়ারটি কোথায় পাবেন?
ই-প্রাইমারি স্কুল সিস্টেম/সফ্টওয়ারটিতে কিছু বিধি নিষেধ এমন রয়েছে যা সরকার কর্তৃক নির্ধারিত। যার কারণে চাহিদা মত সকল সুযোগ সুবিধা এই সফটওয়ারটিতে পাওয়া সম্ভব নয়,যা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। তাই কিছু মানব সেবা প্রেমী প্রতিষ্ঠান মানুষের যাবতীয় প্রয়োজন এবং চাহিদার প্রতি লক্ষ্য রেখে এমন কিছু সফ্টওয়ার সমাজকে উপহার দিয়েছে ,যা সরকার কর্তৃক ই-প্রাইমারি স্কুল সিস্টেম/সফ্টওয়ার থেকে গুনে মানে উৎকৃষ্ট।
যাতে রয়েছে অসংখ্য ফিচার এবং কমিয়ে আনবে প্রতিষ্ঠানের অনেক খরচ। এবং তা ব্যবহার করা যাবে সরকারী, বেসরকারি, স্কুল-মাদ্রাসা সহ সকল প্রতিষ্ঠানে।
যে সমস্ত কোম্পানি ই-প্রাইমারি স্কুল সিস্টেম/সফ্টওয়ার জাতিয় সেবাগুলো দিচ্ছে তাদের প্রত্যেকের সফ্টওয়ারের মাঝে এমন কিছুটা তারতম্য রয়েছে যা প্রত্যেক কোম্পানির নিজস্য বৈশিষ্ট ফুটিয়ে তুলেছে। তবে ব্যবহার কারীর জন্য এমন কোম্পানির সফ্টওয়ার নির্বাচন করা বেশি জরুরি যা তাকে ব্যবহারের ক্ষেত্রে দিবে প্রশান্তি, যার ডিজাইন হবে চক্ষু শীতলকারী এবং দূর করবে ব্যবহারকারীর প্রতিষ্ঠান ভিভিত্তিক দুঃচিন্তা তাছাড়া সহজ করবে প্রাতিষ্ঠানিক একাউন্টিং বিষয় সহ আরো অনেক কিছু। এ জাতীয় সেবা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে “পাঠশালা-সফ্টওয়ার”।
“পাঠশালা-সফ্টওয়ার” ই-প্রাইমারি স্কুল সিস্টেম/সফ্টওয়ার হিসেবে কেন উৎকৃষ্ট ?
“পাঠশালা-সফ্টওয়ার” এর অনেক বৈশিষ্ট রয়েছে তন্মধ্যে কিছু হল:
১। “পাঠশালা-সফ্টওয়ার” আপনাকে দিচ্ছে এক অনন্য ডিজাইন , তাছাড়া আপনাকে দিবে আপনার পছন্দ মতো ডিজাইন চুজ করার অপসন।
২। ব্যবহার কারীর সুবিধার্তে আরবি/ইংলিশ/বাংলা সহ কয়েক ভাষায় ট্রান্সলেট করার সুযোগ।
৩। ব্যবহারকে দীর্ঘতর সহজ করার লক্ষে রেস্পন্সিভ ডিজাইন, যা আপনাকে মোবাইল, টেব, ল্যাপটপ সহ যে কোন ডিভাইসে এ সফ্টওয়ারটি ব্যবহার করতে সর্বাধিক সাহায্য করবে।
৪। সফ্টওয়ার জাতীয় সেবা দিবে সর্বক্ষণ।
৫। শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি, রেজাল্ট সহ যাবতীয় তথ্য ম্যাসাজের মাধ্যমে গার্ডিয়ানের কাছে প্রেরণের ব্যবস্থা।
৬। শিক্ষার্থী , শিক্ষক ও স্টাফদের ফিঙারপ্রিন্টের মাধ্যমে ইন /আউট এর ব্যবস্থা ।
এছাড়াও রয়েছে ৬০ টিরও বেশি সুযোগ সুবিধা।
তাহলে আর দেরি কেন! এখনই ঘুরে আসুন “পাঠশালা-সফ্টওয়ার” ওয়েবসাইটে দেখুন তাদের ডেমোগুলো, ব্যবহারে সন্তুষ্ট হয়ে “পাঠশালা-সফ্টওয়ার” টিতে রেজিস্ট্রেশন করে ফেলুন এখনই। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের ইমেইলে pathshalasoft@gmail.com অথবা কল করুন এই নাম্বারে ০১৯৭৭২২২৪৫৭, ০১৭১১৪৩২২৮৪ ।